করোনাভাইরাসের টিকা নেওয়ার পর কোনো ধরনের অসুবিধা বোধ করেননি জানিয়ে সবাইকে টিকা নেওয়ার আহ্বান জানিয়েছেন রংপুরের রংপুর সিটি মেয়র মোঃ মোস্তাফিজার রহমান মোস্তফা।
রোববার সকালে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের কোভিট কোয়ান্টাইন সেন্টারে রংপুর সিটি কর্পোরেশন মেয়র মোঃ মোস্তাফিজার রহমান মোস্তফা জেলা প্রশাসক আসিব আহসান কে সঙ্গে নিয়ে করোনাভাইরাসের টিকা নেন তিনি। এসময় রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. একেএম নূরুন্নবী লাইজু, সিভিল সার্জন ডা. হিরম্ব কুমার রায় বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. আহাদ আলী এবং গুরুত্বপূর্ণ ব্যক্তিও কেন্দ্রে এসে টিকা নেন।
সেই সংশয় দূর করার জন্যই সকলকে সঙ্গে নিয়ে প্রথম দিনই টিকা নিলেন জানিয়ে বলেন, মানসিকভাবে প্রস্তুত থাকলে কোনো কিছুই হবে না। করোনার টিকা আর চার পাঁচটা টিকার মতই একটি টিকা। পার্শ্বপ্রতিক্রিয়ার ভয় না পেয়ে দেশের মানুষকে টিকা নেওয়ার আহবান জানান সিটি মেয়র মোঃ মোস্তাফিজার রহমান মোস্তফা।
তিনি জানান, আজ রংপুর সিটি কর্পোরেশনের ৭টি বুথে ৮শত জন, ৭ উপজেলার ৭টি বুথে ৭শত জন এবং রংপুর সিএমএইচএ ২টি বুথে ২শত জনসহ মোট ১৭শত জন করোনা ভ্যাকসিন নিবে।