ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের জন্য শনিবার বিসিসিআইয়ের দেওয়া ১৯ সদস্যের দল ফিরেছেন সহ-অধিনায়ক রোহিত শর্মা, পেসার ভুবনেশ্বর কুমার ও লেগ স্পিনার বরুণ চক্রবর্তী। চোটে পড়ায় তিনজনই যেতে পারেননি অস্ট্রেলিয়া সফরে।
ভারতের সবশেষ অস্ট্রেলিয়া সিরিজের দল থেকে বাদ পড়েছেন চোটে পড়া মনিশ পান্ডে, সাঞ্জু স্যামসন ও মায়াঙ্ক আগারওয়াল। অভিজ্ঞ পেসার জাসপ্রিত বুমরাহও নেই ইংলিশদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দলে।
আইপিএলে গত তিন আসরে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে দারুণ ধারাবাহিক সূর্যকুমার। ২০১৮ সালে ১৪ ম্যাচ খেলে ৩৬.৫৭ গড়ে রান করেন ৫১২, ফিফটি ৪টি। পরের আসরে ১৬ ম্যাচে তার রান ছিল ৪২৪। দুইবারই তার স্ট্রাইক রেট ছিল ১৩০ এর ওপরে।
সবশেষ আসরে তিনি নিজেকে মেলে ধরেন আরও দুর্দান্তভাবে। ৪০ গড়ে রান করেন ৪৮০, স্ট্রাইক রেট ১৪৫ এর বেশি। এরপরও আইপিএলের পরপরই হওয়া অস্ট্রেলিয়া সফরে ভারত দলে জায়গা হয়নি সূর্যকুমারের। এতে অবাক হয়েছিলেন অনেকেই। এবার জাতীয় দলের পোশাকে তার মাঠে নামার অপেক্ষা।
