April 12, 2021, 6:55 am

স্যামসাং প্রিমিয়াম ব্র্যান্ড শপ এখন আর,এ,এম,সি শপিং কমপ্লেক্স এর পঞ্চম তলায়। শপ নংঃ- ২,৩,৪ প্রয়োজনেঃ- ০১৩২২৭১৪৮৪৭, ০১৮১৮৭০১৮৭২

ব্যস্ততম অভিনেত্রী কিয়ারা আদভানি এবার ভিকির বিপরীতে

Reporter Name
  • Update Time : Friday, February 26, 2021
  • 115 Time View

কবির সিং ছবিটি কিয়ারা ভাগ্যের চাকা অনেকটাই ঘুরিয়ে দিয়েছে বলে ধরে নেয়া যেতেই পারে। এরপর থেকেই তার কদর বাড়তে শুরু করে।

কবির সিং সিনেমার আর পেছনে ফিরে তাকাতে হয়নি এ কিয়ারাকে। এই মুহূর্তে তার হাতে রয়েছে একাধিক প্রজেক্ট। বুধবার রাতে মানালিতে অবস্থানরত ভুল ভুলাইয়া টু এর টিমে জয়েন করেছেন কিয়ারা আদভানি। এই ছবির কাজ শেষ করেই সপ্তাহখানের মধ্যেই মুম্বাইয়ে ফিরবেন তার পরবর্তী প্রজেক্ট শুরু করার জন্য।

বলিউড হাঙ্গামা জানায়, প্রযোজক শশাঙ্ক খৈয়তানের পরবর্তী ছবি মিস্টার লিলিতে দেখা যাবে কিয়ারা আদভানিকে। এই ছবিতে কিয়ারার সঙ্গে দেখা মিলবে ভিকি কৌশলের-এমনটাই জানা গেছে।

মিস্টার লিলির মূখ্য চরিত্রে বরুণ ধাওয়ানের নাম উঠে এসেছিল যদিও পরে জানা গেল, আসলে বরুণ নয় তার জায়গায় আসছেন ভিকি কৌশল। এ বছরেই ছবিটির শুটিং শুরু হবে বলে। এমনটাই গণমাধ্যমে উঠে আসে।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

More News Of This Category