সম্প্রতি ৩১ জানুয়ারি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট সভায় ক্যাম্পাসের শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের সভা সমাবেশ বিক্ষোভ মিছিলের উপর নিষেধাজ্ঞার প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন প্রগতিশীল ছাত্রজোট রংপুর জেলা।
জোটের নের্তৃবৃন্দ আজ বিকেল ৪টায় রংপুর প্রেসক্লাবের সামনে এক সংক্ষিপ্ত সমাবেশ করে। সমাবেশে বক্তব্য দেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট নগর কমিটির সভাপতি ও কেন্দ্রীয় সদস্য যুগেশ ত্রিপুরা, সহ-সভাপতি প্রহল্লাদ রায়, বাংলাদেশ ছাত্র ইউনিয়নের জেলা সাধারণ সম্পাদক আশীষ সরকার দেবাশীষ, ছাত্র ফ্রন্ট মার্কসবাদী নগর আহবায়ক সাজু বাস্ফোর প্রমুখ। বক্তারা বলেন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় প্রশাসন ক্যাম্পাসে সভা সমাবেশ মিটিং মিছিল এর উপর যে নিষেধাজ্ঞা জারী করেছে তা বিশ্ববিদ্যালয়ের চিন্তার সাথে সাংঘর্ষিক ও স্বায়ত্বশাসনের পরিপন্থি।
নের্তৃবৃন্দ বলেন এটি শিক্ষক শিক্ষার্থী কর্মকর্তা ও কর্মচারীদের বাকস্বাধীনতার উপর আক্রমন। তারা আরো বলেন বিশ্ববিদ্যালয়ে ভিসির চলমান অনিয়ম দূর্নীতি ধারাবাহিক অনুপস্থিতি ঢাকতে তিনি এসব অগণতান্ত্রিক সিদ্ধান্ত শিক্ষার্থীদের উপর চাপিয়ে দিয়েছে।
নের্তৃবৃন্দ অবিলম্বে এসকল অগণতান্ত্রিক সিদ্ধান্ত বাতিল করে ক্যাম্পাসে শিক্ষার সুষ্ঠু ও গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করার দাবি জানান। অন্যথায় এহেন সিদ্ধান্ত বাতিল না করলে সাধারণ শিক্ষার্থীদের নিয়ে তীব্র আন্দোলন গড়ে তোলার হুশিয়ারি দেন।