স্কাউট আন্দোলনের প্রতিষ্ঠাতা রবার্ট স্টিফেনশন স্মিথ লর্ড ব্যাডেন পাওয়েল (বিপি) এর ১৬৪ তম জন্ম বার্ষিকি বিপি দিবস ও স্কাউট দিবস উপলক্ষ্যে রংপুর জেলা স্কাউটস এর উদ্যোগে আজ (২২ ফেব্রুয়ারি ২০২১) সোমবার র্যালি, আলোচনা সভা ও পুরষ্কার বিতরণের অনুষ্ঠান আয়োজন করা হয়।
স্কাউট ভবনে আলোচনা অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে দিনাজপুর অ লের আ লিক উপপরিচালক (প্রশিক্ষণ) মোঃ মাহবুবুল আলম প্রামাণিক, এলটি, জেলা স্কাউট কমিশনার সোঃ সিদ্দিকুর রহমান, এলটি, জেলা স্কাউট সম্পাদক মোঃ জাকিউল ইসলাম, উডব্যাজার, বাংলাদেশ স্কাউটস এর সহকারী পরিচালক সুধীর চন্দ্র বর্মন, জেলা স্কাউট লিডার মোঃ রফিকুল হক বাবু, জেলা কাব লিডার মোছাঃ শামীম আরা সীমা, এলটি, সদর উপজেলা স্কাউটস এর কমিশনার তৌহিদা খাতুন, গংগাচড়া উপজেলা স্কাউট সম্পাদক মোঃ আবুল কাশেম, ইউনিট লিডার মোঃ জিয়াউর কবির, মোঃ জিয়াউর রহমান বক্তব্য রাখেন।
এর আগে বিভিন্ন প্রতিষ্ঠানের স্কাউট ও রোভারবৃন্দ র্যালি সহ শহর প্রদক্ষিণ করে ও বিপি দিবস উপলক্ষ্যে আনুষ্ঠানিক ভাবে কেক কাটা হয়।