জাতীয়তাবাদী ছাত্র দলের কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলা শাখা ও সরকারি কলেজ শাখার আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। জাতীয়তাবাদী ছাত্র দলের কুড়িগ্রাম জেলা সভাপতি আমিমুল ইহসান ও সাধারণ সম্পাদক হাসান জোবায়ের হিমেল যৌথভাবে এই কমিটি অনুমোদনে স্বাক্ষর করেন। চলতি মাসের ৮ তারিখে কমিটির অনুমোদন দেওয়া হলেও গত বৃহস্পতিবার রাতে তা প্রকাশ করা হয়। আগামি ৬০ কার্য দিবসের মধ্যে তাদের অধিনস্ত ইউনিয়ন ও ইউনিট সমুহের কমিটি করে জেলা ছাত্র বরাবরে প্রেরণের জন্য নির্দেশ দেওয়া হয়।
মিজানুর রহমান মিন্টুকে আহ্বায়ক ও মাইদুল হোসাইন কে সদস্য সচিব করে ২১ সদস্য বিশিষ্ট উপজেলা আহ্বায়ক কমিটি গঠন করা হয়। অপরদিকে ভূরুঙ্গামারী সরকারি কলেজ শাখার ১১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। এতে রোকনুজ্জামান রনিকে আহ্বায়ক ও শামস্ ইরফান জাহিদকে সদস্য সচিব করা হয়। উপজেলা ছাত্র দলের (সদ্য) বিলুপ্ত কমিটির সভাপতি আব্দুল্লাহ আল মামুন (বাবু) আহ্বায়ক কমিটির বিষয়টি নিশ্চিত করেছেন।