মানবাধিকার কমিশন রংপুর আঞ্চলিক শাখা এর তাজহাট ও হরিদেবপুর থানার কমিটি গঠন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৩ জানুয়ারী রবিবার বিকেলে নগরীর ফতেপুর ভুরারঘাট বাজারে ৪নং সদ্য পুরস্কুরনী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সোহেল রানার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বাংলাদেশ মানবাধিকার কমিশন রংপুর আঞ্চলিক শাখা এর সভাপতি হাসান মাহবুব আখতার লোটন।
এসময় বিশেষ অতিথি ছিলেন, মোঃ মোস্তাফিজার রহমান ওসি হরিদেবপুর থানা সদর রংপুর, জিয়াউল হায়দার খান টিপু,মাসুদ রানা, মোছাঃ নাসিমা খান,সহ-সভাপতি বাংলাদেশ মানবাধিকার কমিশন রংপুর আঞ্চলিক শাখা,রংপুর,মোঃ আব্দুল আজিজ চৌধুরী সাঈদ সাধারন সম্পাদক,সোলায়মান আলী সোহেল, সহিদুল ইসলাম খোকন, ওয়াজিদুল হাবিব জুয়েল,ইঞ্জিনিয়ার আজহারুল ইসলাম, গোলাম রব্বানী ছাড়াও সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নারী নেত্রী ফারহানা হাসান বিথি।
আলোচনা সভায় বক্তারা বলেন, শালিশী বৈঠকের মাধ্যমে সকল সমাধান করার লক্ষে বাংলাদেশ মানবাধিকার কমিশন রংপুর আঞ্চলিক শাখা নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। পরে ১৭ সদস্য বিশিষ্ট তাজহাট ও হরিদেবপুর থানা কমিটি গঠন করা হয়।