বাংলাদেশ ছাত্রলীগ (জাসদ) রংপুর জেলা শাখার ৭৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কার্যলয়ে দলিয় ও জাতীয় পতাকা উত্তলন, র্যালী ও সমাবেশ অনুষ্ঠিত হয়। গতকাল ৪ জানুয়ারী সোমবার সকালে রংপুরের জাহাজ কোম্পানী মোড়স্থ দলিয় কার্যালয়ে অনুষ্ঠানে বাংলাদেশ ছাত্রলীগ (জাসদ) কেন্দ্রীয় কটির সহ-সভাপতি ও রংপুর জেলা শাখার সভাপতি ওসমান গণির সভাপতিত্বে বক্তব্য রাখেন জাসদ রংপুর জেলা শাখার সভাপতি সাখাওয়াত হোসেন রাংগা, সাধারণ সম্পাদক কুমারেশ চন্দ্র রায়, সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মাসুদ, জাসদ রংপুর মহানগর কমিটির সভাপতি সহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক ফারুখ হোসেন, সাবেক ছাত্রলীগের সাধারন সম্পাদক আনোয়ার হোসেন। বাংলাদেশ ছাত্রলীগ (জাসদ) রংপুর জেলা শাখার সাধারণ সম্পাদক জুয়েল রানা প্রামানিকের সার্বিক পরিচালনা ও স ালনায় আরও বক্তব্য রাখেন রংপুর সরকারি কলেজ শাখার সভাপতি জসিম আহমেদ রেজভী, সাধারণ সম্পাদক তামজিন আহমেদ ফয়সাল, বাংলাদেশ ছাত্রলীগ (জাসদ) রংপুর মহানগর শাখার সভাপতি আসাদুজ্জামান কবির সহ অন্যান্য নেতৃবৃন্দ।