ফের কাঠগড়ায় আম্পায়ার্স কল। চেন্নাই টেস্টে তৃতীয় দিনের শেষ বেলায় ইংল্যান্ড অধিনায়ক জো রুট আম্পায়ার্স কলের সুযোগে নিশ্চিত আউট হওয়া থেকে বেঁচে যান। ফলে ক্ষুব্ধ ভারতীয় শিবির।
এই সিদ্ধান্ত মানতে না পেরে মাঠে থাকা আম্পায়ার নিতিন মেননের সঙ্গে আরো একবার তর্কে জড়িয়েছেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। চলতি সিরিজে নিতিনের সঙ্গে কোহালির ঝগড়া লেগেই আছে। সিরিজের প্রথম টেস্টেও আম্পায়ার নিতিনের সঙ্গে বিতর্কে জড়ান কোহলি।
ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংসের তখন ১৯ ওভার শুরু হবে। অক্ষর পটেলের প্রথম ডেলিভারি রুটের ভেতরের প্যাডে গিয়ে আঘাত করে। তবে ইংল্যান্ড অধিনায়ক ‘আম্পায়ার্স কল’এর সুযোগে নিশ্চিত আউট হওয়া থেকে বেঁচে যান। ফলে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখায় ভারতীয় শিবির। কোহালি তো রীতিমত রেগে যান। শুধু তাই নয়, আম্পায়ার নিতিন মেননের সঙ্গে তর্কও জুড়ে দেন তিনি। টেলিভিশন রিপ্লে দেখে ড্রেসিংরুমে বসে ক্ষোভ দেখাতে শুরু করেন হেড কোচ রবি শাস্ত্রী।