দলের গুরুত্বপূর্ণ দুই বিদেশিকে ছাড়াই শেখ রাসেলের বিপক্ষে ১২০ মিনিটের লড়াইটা উতরে গেছে চট্টগ্রাম আবাহনী। সাইফ স্পোর্টিংয়ের বিপক্ষে আজ আরেকটি স্নায়ুক্ষয়ী লড়াইয়ের জন্য তৈরি মারুফুল হকের দল। সাইফ কোয়ার্টার ফাইনালে পেরিয়েছে মোহামেডানকে, টাইব্রেকারে। পল পুটের দলটি আসরে প্রথমবারের মতো উঠে এসেছে সেমিফাইনালে। চট্টগ্রাম আবাহনীর চ্যালেঞ্জটা নিতে তারাও তৈরি।