তারেক আনন্দের রোমান্টিক কথামালার ‘প্রেমজল’ শিরোনামের এই গানটিতে কণ্ঠ দেন আসিফ আকবর ও সেরাকন্ঠের নাবিলা রাহনুম। সুর ও সংগীতায়োজন করেন জোয়েল মোর্শেদ। এর আগে গানটির লিরিক ভিডিও প্রকাশ হলেও ভালোবাসা দিবস উপলক্ষে গতকাল মিউজিক ভিডিও প্রকাশ করল সিডি চয়েস। ভিডিওতে দেখা যায় আসিফ ও নাবিলার চমৎকার রসায়ন।
এ প্রসঙ্গে আসিফ আকবর বলেন, করোনাকালে একটু সীমাবদ্ধতার মাঝেই এই গানের শুটিং করেছি। চেষ্টা করেছি শ্রোতাদের একটু রোমান্টিক ফিল দেয়ার। আশা করছি আমার ভক্তদের ভালো লাগবে। ইতিমধ্যেই গানটির বেশ ভালো সাড়া পাচ্ছি।