‘মুজিব বর্ষের অঙ্গীকার, নিরাপদ প্রাণিজ পুষ্টি হবে সবার’ এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে মুজিব বর্ষ উপলক্ষে প্রাণিজ পুষ্টি ভিলেজ স্থাপনের জন্য সুফলভোগীদের মাঝে উপকরণ বিতরণ অনুষ্ঠান আজ তারাগঞ্জ উপজেলায় অনুষ্ঠিত হয়েছে।
আজ সকাল ১০ টায় তারাগঞ্জ উপজেলার ইকরচালী ইউনিয়নের দক্ষিণ হাজীপুরে এ উপকরণ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকরণ বিতরণ করেন রংপুর জেলার জেলা প্রশাসক জনাব মোঃ আসিব আহসান। এসময় জেলা প্রশাসক মুজিব বর্ষ উপলক্ষে সরকার গৃহীত বিভিন্ন উন্নয়ন কার্যক্রমের উল্লেখ করেন। এছাড়া দক্ষ জনগোষ্ঠী তৈরিতে প্রাণিজ পুষ্টির ভূমিকা ও প্রাণিজ পুষ্টি ভিলেজ স্থাপন কার্যক্রম বিষয়ে গুরুত্ব আরোপ করেন।