ওজন ও পরিমাপে সঠিকতা এবং খাদ্য দ্রব্যে ভেজাল রোধ নিশ্চিত করণের লক্ষ্যে বিএসটিআই’র নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে গতকাল দুপুরে বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুর-এর উদ্যোগে ও উপজেলা প্রশাসনের সহায়তায় দিনাজপুর জেলার বিরামপুর উপজেলায় মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করা হয়।এসময় অভিযান পরিচালনাকালে “বিএসটিআই আইন এর সংশ্লিষ্ট ধারায় মেসার্স এইচ টি প্রোডাক্টস, কৃষ্টচাদপুর, বিরামপুর, দিনাজপুর প্রতিষ্ঠানটিকে ২৫ হাজার টাকা জরিমানা করে মামলাটি নিষ্পত্তি করা হয়। অভিযান পরিচালনা করেন বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পরিমল কুমার সরকার, উপজেলা নির্বাহী অফিসার, বিরামপুর, দিনাজপুর। আদালতকে সহায়তা করেন বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুর-এর মোঃ মেসবাহ উল হাসান, ফিল্ড অফিসার (সিএম) ও জনাব মিঠুন কবিরাজ, পরিদর্শক (মেট্রোলজি)। এছাড়াও
আজ বৃহস্পতিবার বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুর-এর উদ্যোগে ও জেলা প্রশাসন এবং র্যাবের সহায়তায় গাইবান্ধা জেলায় মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনাকালে ধারায় গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার মেসার্স মা ব্রিকস, মেসার্স এএস বি ব্রিকস,মেসার্স এম বি বি ব্রিকস এই ৩ প্রতিষ্ঠান কে ১ লক্ষ টাকা করে মোট ৩ লক্ষ টাকা জরিমানা করে মামলা নিষ্পত্তি করা হয়। অভিযান পরিচালনা করেন বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহীন দেলোয়ার, জেলা প্রশাসকের কার্যালয়, গাইবান্ধা। আর আদালতকে সহায়তা করেন বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুর-এর মোঃ দেলোয়ার হোসেন, ফিল্ড অফিসার (সিএম)।প্রশাসন ও পুলিশের সহায়তায় বিএসটিআই’র এরূপ মোবাইল কোর্টের অভিযান অব্যাহত থাকবে।