রংপুরের পীরগাছা উপজেলার ৬ নং তাম্বুলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জমির রবু সরদার ও তার গুন্ডাবাহিনী দ্বারা ভিজিডি এর চাল ভুক্তভোগীদের কম দিয়ে আত্মসাৎ করারয় সুবিধা ভুগীরা এর প্রতিবাদ করিলে চেয়ারম্যান উল্টো সুবিধা ভুগী ৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। দায়ের কৃত মামলায় শাখোয়াত হোসেনসহ সকল সুবিধাভোগীদের নিঃশর্ত মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানব্বন্ধন বিক্ষোভ ও সাংবাদিক সন্মেলন করেছে ভুক্তভোগী এলাকাবাসী। আজ সকালে পীরগাছার তাম্বুলপুর এলাকায় এ সংবাদ সন্মেলন ও বিক্ষোভ করে এলাকাবাসী। এসময় দুর্নীতিবাজ নানান অপকর্ম অনিয়ম এর হোতা ৬ নং তাম্বুলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জমির রবু সরদার এর অপসারণ ও আইনের আওতায় এনে শাস্তির দাবী করেন এলাকাবাসী।