ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় ট্রেনে কাটা পড়ে সবুজ নামে এক যুবকের মৃত্যু হয়েছে। আজ সকাল ১১টায় পীরগঞ্জ-পঞ্চগড় রেল রুটের সেনুয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। সবুজ উপজেলার কুশারীগাঁও গ্রামের কসির উদ্দিনের ছেলে।
পীরগঞ্জ রেল স্টেশন মাস্টার এসএম মুক্তারুল ইসলাম বলেন, সকালে পীরগঞ্জ থেকে ছেড়ে যাওয়া পঞ্চগড়গামী মেইল ট্রেন সেনুয়া নামকস্থানে পৌঁছলে ওই যুবক টেনের নিচে কাটা পড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।