পীরগঞ্জে পূর্ব শত্রুতার জের ধরে গভীর নলকূপের বারিক (গ্যাস) পাইপ উপড়ে ভাংচুর করায় প্রায় ৩০ একর ইরি-বোরো ক্ষেত বিনষ্টের আশংকা দেখা দিয়েছে। ফলে অর্ধশতাধিক চাষীদের মাঝে চরম হতাশা দেখা দিয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার চৈত্রকোল ইউনিয়নের ছিলিমপুর মৌজায়।
অভিযোগে জানা গেছে, ছিলিমপুর গ্রামের মৃত জয়নাল আবেদীনের পুত্র ওয়াহেদ আলী গত ২০০২ সালে বিআরডিসি কর্তৃক সমবায়ের মাধ্যমে গ্রাম সংলগ্ন ঐ গভীর নলকূপটি গ্রহণ পূর্বক স্বার্থকতার সঙ্গে চালিয়ে আসছিলেন। বিদ্যুৎ চালিত ঐ গভীর নলকূপের আওতায় প্রায় দেড় শতাধিক চাষীদের ৫০ একর জমি চাষাবাদ হয়।