রংপুরের পীরগঞ্জ উপজেলার ৭ নংবড় আলমপুর ইউনিয়নে মসজিদের জমি দখলকে কেন্দ্র করে গ্রামবাসীরা মানব বন্ধন করেছে । বৃহস্পতিবার বিকেলে খালাশপীর–চতরা সড়কে ছোট রসুলপুর নামক স্থানে মানব বন্ধন অনুষ্ঠিত হয়। মানব বন্ধনে প্রায় সহশ্রাধিক নারী–পুরুষ অংশ গ্রহন করে।
উক্ত মানব বন্ধনে বক্তব্য রাখেন– ছোট রসুলপুর জামে মসজিদের সভাপতি কামরুজ্জামান, কিছু দিন পূর্বে ওই মসজিদের জমিকে কেন্দ্র করে প্রতিপক্ষের হাতে রুহুল আমীন নামের একব্যাক্তি হত্যাকান্ডের শিকার হয়। নিহতের পুত্র সিফাত মিয়া ও মামলার বাদী নিহত রুহুলের ছোট ভাই গোলাম রব্বানী বক্তব্য রাখে। বক্তরা মসজিদের ৯৩ শতক জমি জোর পূর্বক দখলের চেস্টা, ধর্মদাসপুর আমিনিয়া দাখিল মাদ্রাসার নিয়োগ বানিজ্যে বন্ধে দাবী করে।
বক্তরা আরো বলেন– রুহুল হত্যা মামলার সঠিক তদন্ত সাপেক্ষে হত্যাকান্ডের শিকার রুহুলের ছেলে সিফাতকে প্রকাশ্যে পিতার ন্যায় হত্যার হুমকি দাতাদের আইনের আওতায় আনাসহ দ্রুত বিচারের দাবী করে। মানব বন্ধন শেষে বিক্ষুদ্ধ গ্রামবাসী ওই সড়কে বিক্ষোভ করে বিভিন্ন ধরনের স্লোগান দেয়।