লালমনিরহাটের পাটগ্রাম পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের দলীয় প্রার্থীর নির্বাচনী কার্যালয়ে আগুনে দিয়েছে দুর্বৃত্তরা। আগুন দেওয়ার ঘটনায় আওয়ামীলীগ মেয়র প্রার্থীরা অভিযোগ করে বলেন, বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীরা নিজের পরাজয় বুঝতে পেয়ে ভোটাদের নিরুৎসাহিত করতে আমার নির্বাচনী কার্যালয়ে আগুন দিয়েছে।
বুধবার, ০৯ ফেব্রুয়ারি দিবাগত রাত পৌনে ১ টার দিকে পৌরসভার সোহাগপুর এলাকার ২ নং ওয়াডের্র ধরলা ব্রীজ পূর্ব মোড় এলাকায় স্থাপিত নৌকা মার্কার নির্বাচনী কার্যালয়ে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
পাটগ্রাম থানার অফিসার ইনচার্জ সুমন কুমার মোহন্ত বলেন, রাতের ঘটনাস্থলে গিয়েছিলাম। অভিযোগ পেলে দোষিদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।