পঞ্চগড়ে মোমিনপাড়া সীমান্ত থেকে ওমর ফারুক নামে এক পুলিশ সদস্যকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যরা।
গতকাল রোববার রাতে জেলার সদর উপজেলাধীন হাড়িভাসা ইউনিয়নের ঘাগড়া সীমান্ত এলাকা থেকে তাকে ধরে নিয়ে যায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার রাতে ওই ইউনিয়নের মোমিনপাড়া সীমান্তে মেইন পিলার ৭৫৩ এর ৭ ও সাব পিলার এলাকা দিয়ে ভারতীয় এলাকায় প্রবেশ করে ওমর ফারুক সহ ৩ জন পুলিশ সদস্য। পরে ওই এলাকায় ভারতীয় নাগরিকদের সাথে তাদের তর্ক হয়। পরে ধস্তাধস্তি শুরু হলে ওমর ফারুক নামে এক পুলিশ সদস্যকে ভারতীয়রা মারধর করে আটকে রাখে এবং পরে তারা বিএসএফের হাতে তাকে তুলে দেয়। এসময় মোশাররফ হোসেনসহ দুই পুলিশ সদস্য বাংলাদেশে চলে আসেন।
স্থানীয়দের অভিযোগ, গতকাল আমরা ওমর ফারুক নামের ওই পুলিশ সদস্যকে এই এলাকায় প্রথম দেখেছি। মোশারফ নামের আরেক পুলিশ সদস্য প্রায়ই এ সীমান্তে আসেন। তিনি তাকে এই এলাকায় নিয়ে এসেছেন।
এদিকে পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু আক্কাছ আহমদ ওমর ফারুক নামে ওই পুলিশ সদস্য বিএসএফের কাছে আটক থাকার বিষয়টি নিশ্চিত করলেও তিনি ঘটনার বিস্তারিত জানাননি।