পঞ্চগড়ে নিখোঁজের ৩৬ দিন পর এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুরে শহরের রৌশনাবাগ এলাকার গোলাম মোস্তফা নামে এক ব্যক্তির পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত তরিকুল ইসলাম ওরফে ছুটুবাউ (৫৮) শহরের ইসলামবাগ এলাকার আমির উদ্দীনের ছেলে।
রৌশনাবাগ এলাকার পৌর কাউন্সিলর হাসনাত হামিদুর রহমান বলেন, তরিকুল গত ৩১ ডিসেম্বর রাত প্রায় ১টায় বাসা থেকে বের হন। পরে বাসায় ফিরে না আসায় গত ২ জানুয়ারি তার পরিবারের লোকজন সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেন।