দিনাজপুরের নবাবগঞ্জে নানা আয়োজনের মধ্যদিয়ে বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন করা হয়েছে। আজ বুধবার উপজেলা প্রশাসনের আয়োজনে সূর্যোদয়ের সাথে সাথে ৩১বার তোপধ্বনী, জাতীয় পতাকা উত্তোলন, উপজেলা পরিষদ শহিদ মিনার চত্তরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ, কেক কাটা, দোয়া মাহফিল ও উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ নাজমুন নাহারের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয় । প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে জন্ম দিবসের কেক কাটেন দিনাজপুর -৬ আসনের জাতিয় সংসদ মোঃ শিবলী সাদিক। এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আতাউর রহমান,মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ পারুল বেগম,সহকারী কমিশনার(ভুমি) আল মামুন, থানার ওসি অশোক কুমার চৌহানসহ আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এছাড়াও বেলা ১১টায় উপজেলা আওয়ামীলীগের আয়োজনে নবাবগঞ্জ ডিগ্রি কলেজ মাঠে দিবসটির তাৎপয নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে স্থানীয় সাংসদ ১০১টি পায়রা উড়িয়ে অনুষ্ঠানের শুভ সুচনা করেন, পরে ১০১ মাদ্রাসার শিক্ষার্থীকে কোরান শরীফ, হিজাব ,উন্নতমানের খাবার,মিষ্টি বিতরণ করেন তিনি।
Leave a Reply