দিনাজপুরের নবাবগঞ্জে পণ্যবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে চালক আহাদ আলী (৪০)র মৃত্যু হয়েছে। আজ রবিবার সকালে উপজেলার মতিহারা বাজার নামক এলাকায় এই দূর্ঘটনা ঘটে। নিহত আহাদ আলী ঝিনাইদহ সদর উপজেলার রমজান আলীর ছেলে।
বিষয়টি নিশ্চিত করে নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ অশোক কুমার চৌহান জানান,পণ্যবাহী ট্রাকটি ঝিনাইদহ থেকে পঞ্চগড় যাবার পথে নবাবগঞ্জ উপজেলার মতিহারা থেকে একটু দূরে তুলশী গঙ্গা নদীর ব্রীজের কাছাকাছি আসলে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায় এবং ঘটনা স্থলেই চালক মারা যায়।এই ঘটনায় ট্রাকের হেলপার জাহিদুল আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছে।