রংপুর নগরীর শাপলা চত্বর কলেজ রোড এলাকার আদর্শ উচ্চ বিদ্যালয়ে নতুন বছরে নতুন বই বিতরণ করা হয়েছে। শুক্রবার (১ জানুয়ারি) সকালে বিদ্যালয়ের হলরুমে স্বাস্থ্যবিধি মেনে শিক্ষার্থীদের হাতে হাতে নতুন বই তুলে দেয়া হয়।
বই বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা শিক্ষা অফিসের ট্রেনিং কো-অর্ডিনেটর টুলটুলি রানী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর সিটি কর্পোরেশনের ২১নং ওয়ার্ড কাউন্সিলর মাহবুবুর রহমান মঞ্জু। শুভেচ্ছা বক্তব্য রাখেন-বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রহমত আলম, ধর্মীয় শিক্ষক আফজালুল হক, আদর্শ কিন্ডার গার্টেন এর অধ্যক্ষ আব্দুল মালেক।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও রংপুর জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক হাজী আব্দুর রাজ্জাক।
আলোচনা পর্ব শেষে বিদ্যালয়ের শ্রেণির ছাত্র ছাত্রীদের হাতে হাতে নতুন বই তুলে অনুষ্ঠানের অতিথিরা। এসময় বিভিন্ন বিদ্যালয়ের বিভাগের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীসহ শিক্ষার্থীদের অভিভাবকরা উপস্থিত ছিলেন। ##