আনন্দঘন পরিবেশে দিনাজপুরে কালের কণ্ঠের ১১ বছর পূর্তি ও ১২ বছরের পদার্পণ উপলক্ষে শীতবস্ত্র, মাস্ক বিতরণ ও কেক কাটার অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। কালের কণ্ঠের ১২তম প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটেন দিনাজপুরের পুলিশ সুপার মোঃ আনোয়ার হোসেন।
রবিবার দুপুর সাড়ে ১২টায় দিনাজপুর শহরের বাহাদুর বাজার জাবেদ সুপার মার্কেটে দিনাজপুর প্রতিনিধি এমদাদুল হক মিলনের অফিসে কেক কাটা অনুষ্ঠানে অন্যানস্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুজন সরকার, অতিরিক্ত পুলিশ সুপার হাফিজ উদ্দীন, দিনাজপুর কোতয়ালী থানার ওসি মোজাফ্ফর হোসেন, পরিদর্শক (তদন্ত) আসাদুজ্জামান আসাদ, দিনাজপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি চিত্ত ঘোষ, দিনাজপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি ওয়াহেদুল আলম আটিস্ট, সাধারণ সম্পাদক মোঃ শাহিন হোসেন, চ্যানেল ২৪ প্রতিনিধি বিপুল সরকার সানী, দীপ্ত টিভি প্রতিনিধি সুলতান মাহমুদ, দৈনিক খবর একদিনের সম্পাদক মোফাস্সিরুল রাশেদ মিলন, দৈনিক দিনবদলের সংবাদের সম্পাদক রেজাউল ইসলাম, কালের কণ্ঠ শুভসংঘের জেলা সভাপতি মোঃ রাসেল ইসলাম, সাধারণ সম্পাদক সাধারণ সম্পাদক মনজিল শাহ্ ( দিপু), দৈনিক নবচেতনতার প্রতিনিধি আব্দুস সাত্তার, নিউজবাংলা২৪ প্রতিনিধি কুরবান আলী, দিনাজপুর সাংবাদিক ইউনিয়নের দপ্তর সম্পাদক লিটন হোসেন আকাশ প্রমুখ।
এরআগে পুলিশ সুপার মোঃ আনোয়ার হোসেন কালেরকন্ঠের ১২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দিনাজপুর অফিসে ফুল ও কেক নিয়ে এসে প্রতিষ্ঠা বাষির্কীর শুভেচ্ছা জানান।
অপরদিকে প্রতিষ্ঠা বাষির্কীর প্রথম প্রহরে ১২ টা ১ মিনিটে শুভসংঘের আয়োজনে রেলওয়ের প্লাট ফরমে পড়ে থাকা অসহায় দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। সকালে দিনাজপুর সরকারি কলেজের ক্যাম্পাস এলাকার সিরাজাম মুনিরা এতিমখানা বহুমূখী প্রকল্পে মাস্ক বিতরণ করে শুভসংঘের বন্ধুরা । বিকালে ষ্টেশন রোডস্থ্য আহেলে হাসিদ সমজিদ এতিম খানায় মাস্ক বিতরণ করা হয়।