তৃতীয় দিনের সরকার ঘোষিত লকডাউনে সেই চিরচেনা রুপে ফিরে এসেছে রংপুর নগরী।শহরের শপিংমল থেকে শুরু করে রাস্তার ধারের দোকানপাট কিছু কিছু বন্ধ থাকলেও অধিকাংশ ব্যবসায়ী মার্কেটের সামনে অভিনব কায়দায় ছাতার নীচে পসরা সাজিয়ে করছে রমরমা ব্যবসা।
চলছে গন পরিবহন।জেলা প্রশাসনের তৎপরতা ছিলো ঢিলেঢালা।তবে সাধারণ মানুষ বলছে স্বাস্থ্যবিধি মেনেই স্বাভাবিক কাজকর্ম করছেন তারা-
Leave a Reply