প্রথম দুই সেটে হেরে গিয়েছিলেন সিতসিপাস। নাদালের আরো একটা সহজ জয়েরই ছবি দেখছিলেন সবাই। কিন্তু তৃতীয় সেটটা সিতসিপাস ঘাম ঝরিয়ে জিততেই সব কিছু যেন ভোজবাজির মতো বদলে গেল। শেষ পর্যন্ত ৩-৬, ২-৬, ৭-৬ (৭/৪), ৬-৪ ও ৭-৫ গেমে ম্যাচ জিতেছেন গ্রিক তারকা। গ্র্যান্ড স্লামে এখনো পর্যন্ত সেমিফাইনালই তাঁর সর্বোচ্চ দৌড়, ২০১৯-এ অস্ট্রেলিয়ান আর গত বছর ফ্রেঞ্চ ওপেনে। প্রথমবারের মতো তাই ফাইনালের হাতছানি সিতসিপাসের সামনে, প্রতিপক্ষ দানিল মেদভেদেভ। কোয়ার্টার ফাইনালে স্বদেশি আন্দ্রে রুবলভকে হারিয়েছেন এই রাশান। শেষ চারে নোভাক জোকোভিচের প্রতিপক্ষ রাশিয়ারই আসলান কারাতসেভ।
মেয়েদের কোর্টেও বড় অঘটন ঘটেছে এদিন। চেক প্রজাতন্ত্রের ক্যারোলিনা মুচোভার কাছে ১-৬, ৬-৩ ও ৬-২ গেমে হেরে আসর থেকে বিদায় বলেছেন শীর্ষ বাছাই ও ঘরের মেয়ে অ্যাশলি বার্টি।