আজ বুধবার সন্ধ্যার পর মিছিলটি ভিক্টোরিয়া পার্ক থেকে শুরু হয়ে রায় সাহেব বাজার মোড়ে গিয়ে শেষ হয়।
এ সময় নেতাকর্মীরা বলেন, স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান বাংলাদেশের মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতা যুদ্ধে বাংলাদেশকে স্বাধীন করার পথে প্রথম পথপ্রদর্শক। বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রধানতম অংশই জিয়াউর রহমান। তিনি স্বাধীনতার ঘোষক এবং জনগণকে যুদ্ধে নামানোর প্রবাদপুরুষ। যারা জিয়াউর রহমানকে মুছে দিতে চায় তারা এ দেশের মুক্তিযুদ্ধের সংগ্রামের শত্রু।
মুক্তিযুদ্ধের নতুন ইতিহাস তৈরির কোনো এখতিয়ার কারো নাই। এটি একটি জীবন্ত ইতিহাস।
তারা জানান, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল মুক্তিযুদ্ধের এবং জিয়াউর রহমানের প্রকৃত ইতিহাসে কেউ হাত দিলে তাদের প্রতিহত করবে।
মিছিলে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ-সভাপতি মহিউদ্দিন ইকবাল, যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল মোমেন মিয়া, সানোয়ার হোসেন মিঠু, প্রচার সম্পাদক জুয়েল মৃধা, অন্যতম ছাত্রনেতা আব্দুল আলীম,গোলাম কিবরিয়া।
এ ছাড়া জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক পদপ্রার্থী শামসুল আরেফিন, ছাত্রনেতা সজীব সাজু, সাজ্জাদ হোসেন পলাশ, আব্দুল বাছেদ, ওলিউর রহমান, মোরসালিনসহ অর্ধশতাধিক নেতাকর্মী।