ক্ষুব্ধ কণ্ঠে ফরাসি এই কোচ বললেন, তার ও তার খেলোয়াড়দের প্রাপ্য সম্মানটুকু দেওয়া উচিত সবার। উত্থান-পতনের পথচলায় চলতি লিগে অনেকটা পিছিয়ে পড়লেও রিয়াল এখনও লিগ শিরোপা লড়াইয়ে আছে বলে মনে করেন তিনি।
লিগ টেবিলে ১০ পয়েন্টে পিছিয়ে পড়েছে রিয়াল। শীর্ষে থাকা আতলেতিকো মাদ্রিদের চেয়ে ম্যাচও একটা বেশি খেলেছে জিদানের দল।
গত মাসের মাঝামাঝি স্প্যানিশ সুপার কাপের সেমি-ফাইনালে আথলেতিক বিলবাওয়ের বিপক্ষে হারের পর কোপা দেল রের শেষ বত্রিশে তৃতীয় সারির দল আলকোইয়ানোর কাছে হেরে বসে রিয়াল। লা লিগায় ফিরে আলাভেসের মাঠে বড় জয় পেলেও পরের রাউন্ডেই ঘরের মাঠে হারে তারা।