ভূ-উপরিস্থ পানির সর্বোত্তম ব্যবহার ও বৃষ্ট্রির পানি সংরক্ষনের মাধ্যমে বৃহত্তর রংপুর জেলার সেচ-সম্প্রসারণ প্রকল্প (ইআইআরপি) এর আওতায় বিএমডিএ’র গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় জোনাল অফিস ভবনের নির্মাণ কাজের ভিত্তি স্থাপন করা হয়েছে।
গত ৯ ফেব্রুয়ারী (মঙ্গলবার) দুপুরে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ’র) বাস্তবায়নে উপজেলা চত্ত্বরে এ নির্মাণ কাজের ভিত্তি প্রস্থর স্থাপন অনুষ্ঠানে ঢাকা থেকে ভিডিও কনফারেন্সে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সাংসদ আলহাজ্ব প্রকৌশলী মনোয়ার হোসেন চৌধুরী।
উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) নাজির হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক আব্দুল লতিফ প্রধান, পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান সরকার, বিএমডিএ গাইবান্ধা রিজিয়নের নির্বাহী প্রকৌশলী এজাদুল ইসলাম, সাংসদের সমন্বয়কারী আব্দুল্ল্যাহ আল হাসান চৌধুরী লিটন।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ খালেদুর রহমান, জেলা যুবলীগের সাবেক সহ সভাপতি আলতামাসুল ইসলাম শিল্পী, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান মন্ডল, শ্রম বিষয়ক সম্পাদক জোবায়ের হাসান শফিক মাহমুদ গোলাপ, পৌর যুবলীগের আহবায়ক জাহাঙ্গীর আলম মিন্টু, এমপি’র পিএ খায়রুল আলম, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ন আহবায়ক আলকাস উদ্দিন সর্দার, উপজেলা ছাত্রলীগের যুগ্ন আহবায়ক রাজু সরকার প্রমূখ।