গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার তালুকানুপুর ইউনিয়নের সমস পাড়া গ্রামের আব্দুস ছামাদ মিয়ার ছেলে আশরাফুল আলম (৪০) এর সাথে একই গ্রামের মৃত-হাফিজার রহমান আকন্দ গংদের সাথে দীর্ঘ দিন যাবৎ জমিজমা নিয়া বিজ্ঞ গোবিন্দগঞ্জ সিনিয়র সহকারী জজ (চৌকি)আদালতে মোকাদ্দমা চলিয়া আসিতেছে। যাহার মামলা নং ৩১১/২০। উক্ত মোকাদ্দমাটি বিচারাধীন থাকা অবস্থায় নালিশী জমিতে অস্থায়ী নিষেধাঙ্গা জারী করেছেন। আদালতের উক্ত নিষেধাঙ্গা অমান্য করিয়া ওই নালিশী জমিতে আশরাফুল আলম এর মুদির দোকান দিয়া শান্তি পূর্ণ ভাবে ব্যবসা পরিচালনা করিয়া আসিতেছে।
গত ১৫ ফ্রেরুয়ারী রাত অনুমান ১০ ঘটিকায় সময় জামালপুর হাটে দোকান বন্ধ করিয়া বাড়ীতে চলে আসে। এ সুযোগে আব্দুস ছামাদ গং গত ১৬ ফেব্রুয়ারী রাত আড়াইটার দিকে পূর্ব পরিকল্পনা মোতাবেক বিভিন্ন দেশীয় অস্ত্রসস্ত্র নিয়া আশরাফুলের মুদির দোকানের টিনের বেড়া চোটাইয়া কোপাইয়া ভাংচুর করে দোকানের বাক্স হতে ব্যবসার বিভিন্ন নোটের ১৫ হাজার টাকা এবং দোকানে থাকা ফ্রিজ, টিভি সহ বিভিন্ন মালামাল লূটপাট করিয়া নিয়া যায়। যার আনুমানিক মূল্য ২ লাখ টাকা। উক্ত বাজারের নৈশ প্রহরীর মোবাইল ফোনে সংবাদ অবগত করিলে সে তাৎক্ষনিক থানা পুলিশকে জানাইলে পুলিশ ঘটনার স্থল পরিদর্শন করেন।
এ বিষয়ে আশরাফুল আলম বাদী হয়ে আব্দুস ছামাদ সহ ১১ জনের নাম উল্লেখ করে থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।