নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে শুক্রবার বিকালে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “রাষ্ট্রশক্তির গুণ্ডামি যে চরিত্র সেই চরিত্রের বহিঃপ্রকাশ হয়েছে যেসব জায়গায় আগামী পরশু পৌর নির্বাচনে ভোট হবে। গুণ্ডামির চরিত্রই হচ্ছে কেড়ে নেওয়া, মারধর করা, উৎপীড়ন করা, ভাঙচুর করা, জখম করা, রক্তাক্ত করা। সেই একই ধারাবাহিকতা চলছে।
“রাষ্ট্রশক্তির এই গুণ্ডামির চরিত্র আরও তীব্র আকার ধারণ করেছে এই পর্বের পৌর নির্বাচনের প্রাক্কালে। সরকারি দল সরকারের পৃষ্ঠপোষকতায় যেমন গুণ্ডামি করছে পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনী, পুলিশও বিনা কারণে মামলা দিচ্ছে এবং পাইকারি হারে গ্রেপ্তার করছে।