গাইবান্ধা জেলার পলাশবাড়ী এলাকায় নিষিদ্ধ জঙ্গি সংগঠন ‘আল্লার দল’ এর সক্রিয় দুই সদস্যকে গ্রেফতার করেছে র্যাব ১৩ এর একটি বিশেষ আভিযানিক দল। গতকাল সকালে ঐ দুই সদস্য কে আটক করে র্যাব।আটককৃতরা হলেন পলাশবাড়ী পৌরসভার ৬নং ওয়ার্ডের আন্দুয়া গ্রামে মৃত রইচ উদ্দিনের ছেলে মোঃ নজরুল ইসলাম (৪৫) এবং অপরজন হলেন,৯ নং ওয়ার্ডের সিধনগ্রামের মোঃ তৈয়বর মন্ডল ছেলে মোঃ পলাশ মন্ডল (৩৪)। র্যাব ১৩ এর একটি বিশেষ প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য জানান র্যাবের মিডিয়া অফিসার সিনিয়র এএসপি সিদ্দিক আহমদ । তিনি আরো জানান
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী মোঃ নজরুল ইসলাম এবং মোঃ পলাশ মন্ডল নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন ‘আল্লার দল’ এর দিনাজপুর জেলার ঘোড়াঘাট ও গাইবান্ধা জেলার পলাশবাড়ী এলাকার সাথে সম্পৃক্ততার কথা স্বীকার করে। নিষিদ্ধ জঙ্গি সংগঠন ‘আল্লার দল’ এর অনুসারীদের নিকট থেকে বায়াত গ্রহণ করে। তারা নিয়মিতভাবে দলের জন্য চাঁদা প্রদান করে এবং ধর্মপ্রাণ মানুষের ধর্মীয় বিশ্বাসকে পুঁজি করে ধর্মের অপব্যাখ্যার মাধ্যমে তাদের আদর্শের অনুকূলে সদস্য এবং চাঁদা সংগ্রহ করে ‘আল্লার দল’ এর কার্যক্রম পরিচালনা করে আসছে। তার সহযোগী অন্যান্যদের ব্যাপারে অনুসন্ধান চলমান রয়েছে। আটককৃত জঙ্গির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।