April 12, 2021, 6:57 am

স্যামসাং প্রিমিয়াম ব্র্যান্ড শপ এখন আর,এ,এম,সি শপিং কমপ্লেক্স এর পঞ্চম তলায়। শপ নংঃ- ২,৩,৪ প্রয়োজনেঃ- ০১৩২২৭১৪৮৪৭, ০১৮১৮৭০১৮৭২

খেলার মাঠেই হকি খেলোয়াড়ের মৃত্যু

Reporter Name
  • Update Time : Thursday, March 18, 2021
  • 72 Time View

১৯ বছর বয়সে রাশিয়ার আইস হকি খেলোয়াড় তিমুর ফাইজুৎদিনভ খেলার মধ্যেই মারা গেলেন। ঘটনা গত শুক্রবারের। জুনিয়র আইস হকি লিগে খেলা ছিল তিমুরের ক্লাব ডাইনামো সেন্ট পিটার্সবার্গ ও লোকো ইয়ারোসলাভালের। খেলার মাঝপথেই মাথায় চোট পান তিমুর। সঙ্গে সঙ্গে তাকে পাঠানো হয় হাসপাতালে।

সেদিন থেকেই প্রতিযোগিতা শুরু। মঙ্গলবার (১৬ মার্চ) সব চেষ্টাকে বৃথা করে তিমুর পাড়ি দেন না ফেরার দেশে। তরুণ এই খেলোয়াড়ের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে রাশিয়ার ক্রীড়াঙ্গনে। একাধিক ক্লাব তিমুরের প্রতি শ্রদ্ধা জানিয়েছে। কেউ নিজের হেলমেটে তিমুরের জার্সি নম্বর লিখেছেন, কেউ শেষ শ্রদ্ধা জানাতে বেছে নিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যম।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published.

More News Of This Category