চোখজুড়ানো টেস্ট ইনিংস বলতে যা বোঝায়, ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক ক্রেইগ ব্র্যাথওয়েটের ব্যাটে তারই দেখা মিলল। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনে ১২৬ রানের ইনিংস খেলে সাজঘরে ফিরেছেন তিনি। ব্র্যাথওয়েটের শতকের সুবাদে প্রথম ইনিংসে ৩৫৪ রানের স্কোর পেয়েছে ওয়েস্ট ইন্ডিজ।
সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে টস জিতে প্রথমে বোলিংয়ে নামে শ্রীলঙ্কা। ব্যাট হাতে শুরুটা ভালো হয়নি ওয়েস্ট ইন্ডিজের। ১৫ রানে প্যাভিলিয়নে ফেরেন ২ ব্যাটসম্যান। এরপর তৃতীয় উইকেটে তৃতীয় উইকেটে এনক্রুমার বোনারকে নিয়ে ৭১ রানের জুটি গড়েন ব্রাফেট। আগের ম্যাচের সেঞ্চুরিয়ান বোনার ৪৯ রানে আউট হন। এরপর জার্মেই ব্ল্যাকউড ১৮, জেসন হোল্ডার ৩০, উইকেটরক্ষক জসুয়া ডা সিলভা ১ ও আলজারি জোসেফ ২৯ রান করে দ্রুত ফিরেন। এতে ২২২ রানে সপ্তম উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ।
Leave a Reply