January 21, 2021, 11:58 pm

মেসার্স শিমুল ষ্টান প্লাজা – যাবতীয় রেডিমেট পোষাকের সমাহার

কোমর চিকন করতে গিয়ে মডেলের মৃত্যু!

প্রতিনিধি
  • Update Time : Sunday, January 3, 2021
  • 42 Time View

মেক্সিকোর জনপ্রিয় মডেল জসলেন ক্যানো। দেশটির কিম কার্দেশিয়ান হিসেবেও পরিচিত তিনি। ২০০৮ সালে মডেল ও ফ্যাশন ডিজাইনার হিসেবে আত্মপ্রকাশ করেছিলেন তিনি। অদ্ভুত এক কাণ্ড ঘটিয়ে এবার খবরের শিরোনাম হয়েছেন তিনি।

আরও সুন্দরী এবং আবেদনময়ী হওয়ার জন্য কোমরের নিচের অংশে অপারেশন করিয়েছিলেন জসলেন। তাতেই বাড়ল বিপত্তি। একেবারে না ফেরার দেশেই চলে যেতে হলো তাকে। ৭ ডিসেম্বর মৃত্যুবরণ করেন ২৯ বছর বয়সী এ মডেল। এমন তথ্যই প্রকাশ করেছে ইন্ডিয়া টুডেসহ একাধিক বিদেশি গণমাধ্যম।

ক্যারিয়ারের শুরু থেকেই মডেলিং দুনিয়ায় খুবই জনপ্রিয় জসলেন। সুন্দর চেহারায় ঝড় তুলেছিলেন বহু পুরুষদের মনে। কিম কার্দেশিয়ানকে আইডল মনে করতেন জসলেন। তার শরীরের নিচের অংশটুকু কার্দেশিয়ানের মতো আবেদনময়ী করতে চেয়েছিলেন। সেই আশা পূরণ করতে গিয়েই মৃত্যুর কোলে ঢলে পড়তে হয়েছে মেক্সিকান কিমকে।

তার এমন মৃত্যু মেনে নিতে পারছেন না ভক্তরা। নেট দুনিয়ায় শোক চলছে তাকে নিয়ে। পাশাপাশি তার আত্মার শান্তি কামনা করেও সোশ্যাল দুনিয়ায় পোস্ট করেছেন তার সহকর্মীরা।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

রংপুর টুয়েন্টিফোর ডটকম এর অন্যান্য নিউজ