বাংলাদেশ কৃষি পরমানু ইন্সটিটিউটের (বিনা) মহাপরিচালক ড. মির্জা মোফাজ্জল ইসলাম বলেছেন, দিন দিন আমাদের ফসলী জমি কমে যাচ্ছে। নতুন অবকাঠামো, রাস্তা-ঘাট নির্মাণ হচ্ছে। ফলে আমাদের ফসলী জমি কমে যাচ্ছে। এজন্য খাদ্য ঘাটতি মেটাতে আমাদের দুই ফসলী জমিকে তিন থেকে চার ফসলীতে রুপান্তর করতে হবে। কৃষকদের তাদের পছন্দসই ফসল চাষাবাদের পরিক্রমা নির্বাচন করতে হবে। উন্নত জাত ও প্রযুক্তির ব্যবহার করে কৃষকদের উৎপাদনশীলতা বাড়াতে হবে। বিনা’র স্বল্প মেয়াদী আমন, সরিষা কিংবা আলু, এরপর সহজের কৃষকরা বোরো লাগাতে পারে। এতে ফসলের নিবিড়তা বাড়বে এবং কৃষকরা স্বল্প জমিতে অধিক ফসল উৎপাদন করতে পারবে।
সোমবার দুপুরে রংপুর সদর উপজেলার মমিনপুর সদর এলাকায় বিনা উদ্ভাবিত স্বল্প মেয়াদী সরিষা জাত বিনা-৭ এর সম্প্রসারণের লক্ষ্যে মাঠ দিবসে অনলাইয়ে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।বিনা’র মহাপরিচালক বলেন, সয়াবিনের বদলে ভোজ্য তেল হিসেবে সরিষার তেলের ব্যবহার বাড়াতে হবে। এ জন্য বিনা-৯ সরিষা কৃষকদের অধিক উৎপাদন এনে দেবে। সরিষা আবাদ করতে কৃষকরা ভোজ্য তেলের পাশাপাশি সরিষার কান্ড জ্বালিয়ে হিসেবে ব্যবহার করতে পারবে।
এছাড়া সরিষা আবাদে জমির উর্বরতাও বাড়ছে। বিনা রংপুর উপ-কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ড,মোহাম্মদ আলীর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বিনা’র পরিচালক (প্রশাসন ও সাপোর্ট সার্ভিস) ড. মোঃ আবুল কালাম আজাদ, সদর উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান, বিনা’র উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. শামিমা বেগম, বিনা’র উপ-পরিচালক মোহাম্মদ তানজিলুর রহমান,কৃষক প্রতিনিধি জাহেদুল ইসলাম, পীষজ বাবু, মাহাবুবুল ইসলাম প্রমূখ । ###