পর্দায় তারকারা দর্শকদের বিনোদন যেমন দেন আবার ব্যক্তিগত জীবন নিয়ে সেই তারকারাই বিতর্কের মুখে পড়েন। অভিনয়ে মুগ্ধতা ছড়ালেও এমন কিছু তারকা আছেন যাদের নিয়ে স্ক্যান্ডালের শেষ নেই।
তারকাখ্যাতি নিয়েও তাদের অনেকে অন্ধকার পথে পা বাড়ান, জড়িয়ে পড়েন নানা অপরাধে। এমনকি ভিন পুরুষের বিছানায়ও সঙ্গী হন।
বছরখানেক আগে দেহ ব্যবসায়ী জড়িত থাকার অভিযোগে ভারতীয় অভিনেত্রী অমৃতা ধানোয়া ও মডেল রিতা সিংকে গ্রেফতার করা হয়। মুম্বাইয়ের একটি ফাইভ স্টার হোটেলে আপত্তিকর অবস্থায় তাদের আটক করে পুলিশ।
যদিও শুধু অমৃতা কিংবা রিতাই নন, অভিনেত্রীদের মধ্যে দেহ ব্যবসায়ী জড়িয়েছেন, এমন আরও অনেকেরই নাম রয়েছে।