কাহারোল উপজেলা পল্লী উন্নয়ন অফিসার এ.কে.এম বদরুদ্দোজাকে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড-এর মহাপরিচালক (গ্রেড-১) সুপ্রিয় কুমার কুন্ডু-এর স্বাক্ষরিত অফিস আদেশে সাময়িক চাকরী থেকে বরখাস্ত করেন। সাময়িক চাকরী বরখাস্থ হওয়ার প্রতিবাদে গত ৩দিন ধরে আমরণ অনশন পালন করছেন।
সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত উপজেলা পরিষদ গেট সংলগ্ন এ.কে.এম বদরুদ্দোজা তিনি নিজেই তার বিছানা-বালিশ, লেপ-তোষক ও আসবাবপত্রসহ আমরণ অনশন করছেন। এ.কেম.এম বদরুদ্দোজা চাকরী থেকে সাময়িক বরখাস্থ হওয়ায় তার পরিবার পরিজন নিয়ে সে মানবেতর জীবন-যাপন করছে। অভিলম্বে তার চাকরী পূর্ণ বহালের দাবী জানিয়েছে এলাকার সচেতন মহল।