দেশের ক্ষুদ্র ও মাঝারী শিল্প উদ্যোক্তাদের উন্নয়নের লক্ষ্যে রংপুরে অনুষ্ঠিত হয়েছে এসএমই উদ্যোক্তা সন্মেলন। সোমবার দুপুরে নগরীর একটি কমিনিউটি সেন্টার সন্মেলন কক্ষে বাংলাদেশ এসএমই ফোরাম রংপুর শাখার আয়োজনে মহানগর সম্বনয়কারী ফারহানা আফরোজ বাঁধনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, এসএমই ফোরামমের প্রেসিডেন্ট চাষী মামুন।
এসময় বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন, শামীম হোসেন, ডিজিএম,বিসিক,রংপুর,। এছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আকতারুজ্জামান পলাশ,পরিচালক,ঢাকা বিরিয়ানী হাউস, মাহমুদ আলী,আরএসএম,পপুলার ফারমাসিটিক্যাল লিঃ। সানজিদা লোপার সংচালনায় সন্মেলনে রংপুর জেলার ক্ষুদ্র ও মাঝারী এবং নতুন এসএমই উদ্যোক্তারা অংশগ্রহন করে।
Leave a Reply