চলতি মাসের শেষের দিকে বিশ্বকাপ বাছাইয়ে গ্রিস, জর্জিয়া ও কসোভোর মুখোমুখি হবে স্পেন। ম্যাচ তিনটির জন্য সোমবার লুইস এনরিকের ঘোষিত ২৪ সদস্যের দলে নতুন মুখ আরও তিন জন-ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিয়নের গোলরক্ষক রবের্ত সানচেস, এইবার ফরোয়ার্ড ব্রায়ান গিল ও স্পোর্তিং ফুলব্যাক পেদ্রো পোরো।
স্পেনের ‘বিগ থ্রি’ ক্লাব নামে পরিচিত বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ ও আতলেতিকো মাদ্রিদ থেকে দলে আছেন কেবল ছয় জন খেলোয়াড়।
বার্সেলোনার হয়ে অভিষেক মৌসুমে এরই মধ্যে লা লিগায় ২৬ ম্যাচ খেলে ফেলেছেন ১৮ বছর বয়সী পেদ্রি। দলে ফিরেছেন তার বার্সেলোনা সতীর্থ জর্দি আলবা। ২০১৯ সালের শেষের দিকে এনরিকে দলটির দায়িত্বে আসার পর এই প্রথম ডাক পেলেন এই ডিফেন্ডার।
Leave a Reply