তখনও সবটুকু আকর্ষণ ছিল চট্টগ্রাম টেস্টের ডাবল সেঞ্চুরিয়ানকে ঘিরেই। যদিও এবার মাত্র পাঁচ রান করেই আবু জায়েদের বলে ফিরেছেন মায়েরস। তবে প্রথম দিনের শেষে ক্যারিবীয় ইনিংসের হালধরা নাবিক সেই বোনারই। এই জ্যামাইকান প্রথম দিন শেষ করেছেন ১৭৩ বল খেলে ৭৪ রান নিয়ে। নিজের ওপর চাপ তৈরি করাই যাঁর সাফল্যের মূলমন্ত্র, ‘আমি যে ইনিংসই খেলি না কেন, নিজের ওপর চাপ নিয়ে নিই।’
সেই চাপের সঙ্গে যোগ করে নেন চরম পেশাদারি মনোভাবও। শীর্ষ খেলোয়াড়রা এই সফরে এলে হয়তো খেলারই সুযোগ পেতেন না বোনার। সুযোগ যখন পেয়েছেন, তখন পারিশ্রমিকের পুরোটা পুষিয়ে দেওয়ার উপলব্ধিও তাঁর কথায়, ‘আমাদের পারিশ্রমিকই দেওয়া হয় রান করার জন্য। সেই সঙ্গে ধারাবাহিকভাবে ভালো খেলার জন্যও। খেলতে নামলে সেটিই করার চেষ্টা থাকে আমার।’ চট্টগ্রামের সঙ্গে ঢাকার উইকেটের পার্থক্য খুব একটা দেখেননি বলে গেম প্ল্যানও বদলাননি বোনার, “এখানে বাউন্স সামান্য বেশি হলেও উইকেট চট্টগ্রামের মতোই। কাজেই একই গেম প্ল্যানে খেলছি।