খেলাধুলায় বাড়ে বল,,মাদক ছেড়ে খেলতে চল,,এই স্লোগান কে সামনে রেখে ফ্রেন্ডস ফায়ার ক্লাব এর আয়োজনে আন্ত রংপুর ব্যাডমিন্টন টুনামেন্ট আনুষ্ঠিত হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মােঃ শাফিউল ইসলাম শাফি যুগ্ম সাধারণ সম্পাদক , জাতীয় পার্টি , রংপুর ।
বিশেষ অতিথি মােঃ মেছের আলী সহকারী মহাব্যবস্থাপক ( এরিয়া ইনচার্জ ) , জনতা ব্যাংক লিঃ , কুড়িগ্রাম আর উপস্থিত ছিলেন প্রফেসর মােঃ শাফিউল আলম অধ্যাপক ও বিভাগীয় প্রধান , ( অবঃ ) রসায়ন বিভাগ , কুড়িগ্রাম সরকারি কলেজ , কুড়িগ্রাম ।