রংপুর মেয়র কাপ টি-টুয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের তৃতীয় দিনে ১২ই জানুয়ারী মঙ্গলবার রংপুর ক্রিকেট গার্ডেনে অনুষ্ঠিত হবে।
সকাল সাড়ে ৯টায় খোলায় অংশ গ্রহন করবেন কেডি ক্যানাল ফাগ্টার্স বনাম তাজহাট ওয়ারিয়র্স এবং দুপুর ১টার খেলায় অংশ গ্রহন করবেন বেগম রোকেয়া পাইওনিয়ার বনাম চিকলী চ্যালেঞ্জারর্স।
সকাল সাড়ে ৯টার কেডি ক্যানাল ফাগ্টার্স বনাম তাজহাট ওয়ারিয়র্স এর মধ্যকার খেলাটি দেখাটি দেখার জন্য ২৩নং ওয়ার্ডবাসিসহ রংপুর মহানগরবাসিকে প্রতি অনুরোধ জানিয়েছেন ২৩নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ সেকেন্দার আলী।তিনি এক বার্তায় কেডি ক্যানাল ফাগ্টার্স এর খেলোয়ারদের জন্য সকলের নিকট দোয়া কামনা করেন। ###