বর্তমানে এর সিজন থ্রি চলছে। এই সিজন থ্রির কয়েকটি এপিসোডের শুটিং হয় নোয়াখালীতে। ব্যাচেলর পয়েন্ট নাটকের নোয়াখালী পর্বগুলো বেশ জমিয়ে দিয়েছেন অন্তরা আর জাকির। এই দুটো নতুন চরিত্র নোয়াখালীকে পর্বকে তুমুলভাবে আলোচনায় নিয়ে আসে।
মজার বিষয় হলো অন্তরা চরিত্রটি নোয়াখালীর হলেও এবার ঢাকার পর্বেও দেখা যাবে অন্তরাকে।
কাবিলার বন্ধু শুভ, আপনারা যারা ব্যাচেলর পয়েন্ট নাটকটি দেখছেন তারা নিশ্চই জানেন এই শুভ বরিশালের হলেও একটু কিন্তু বোকা, নোয়াখালী গিয়ে অন্তরার প্রেমে পড়ে যায় এই শুভ। অন্তরাকে এমনভাবে পছন্দ করে ফেলে যে, সেখান থেকে যেন আর কোনোভাবেই ফেরার পথ থাকে না শুভ’র। অবশ্য শুভকে অন্তরাকে একটু নাচানি দেওয়ার চেষ্টা করে।
নোয়াখালী পর্বতে দেখা যায় শুভ অন্তরার প্রেমে পাগল হয়ে তার সঙ্গে আলাপ করতে যায়। আর এখানেই বাধা হয়ে দাঁড়ায় কাবিলা। কাবিলা চায় না নোয়াখালীর এই অন্তরার সঙ্গে তার বন্ধু শুভর প্রেম হোক। শুভকে কাবিলা নানাভাবে বোঝাতে চেষ্টা করে যে অন্তরা ভালো মেয়ে নয়। অন্তরা ছেলেদেরকে নাচায়, নয়াখালীর অনেক ছেলই নাচিয়ে ছেড়েছে এই অন্তরা। শুভ এমনভাবে প্রেমে পড়ে যে মাঝে মধ্যে রাত বিরেতে অন্তরার বাড়ির আশেপাশে ঘোরাঘুরি করে।